হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জামালগঞ্জের দুই ইউপিতে নৌকার দুই প্রার্থীর মনোনয়ন বাতিল

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ও ভীমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন জামালগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম। 

জানা যায়, পঞ্চম ধাপের তফসিল অনুযায়ী জামালগঞ্জের ৪ ইউপিতে চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যসহ মোট ২৮৪ জন মনোনয়নপত্র জমা দেন। গতকাল যাচাই-বাছাই শেষে নৌকার দুই প্রার্থী ও স্বতন্ত্র দুই প্রার্থীসহ দুই সাধারণ সদস্যের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এতে বেহেলী ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সুব্রত সামন্ত সরকার, স্বতন্ত্র প্রার্থী ফয়েজ আহমেদ। এদিকে ভীমখালি ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় প্রার্থী আক্তারুজ্জামান শাহ ও স্বতন্ত্র প্রার্থী জুলফিকার চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়। এতে চেয়ারম্যান প্রার্থী চারজনেরই ঋণ খেলাপির জটিলতায় প্রার্থিতা বাতিল করা হয়। 

এ ছাড়া সাধারণ সদস্য পদে ফেনারবাঁক ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর আলমের বয়স জনিত ত্রুটি ও ভীমখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের শাহজাহানকে সমর্থনকারীর স্বাক্ষর ও তথ্যগত ভুল থাকার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

এ ব্যাপারে বেহেলী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী সুব্রত সামন্ত সরকার বলেন, আমাকে যে কারণে বাতিল করা হয়েছে সেটি ব্যাংকের সঙ্গে সমাধান হয়েছে। আজ সোমবার (এনওসি) অনাপত্তিপত্র জমা দেব। 

ভীমখালী ইউনিয়ন পরিষদের নৌকা প্রতীকে মনোনীত প্রার্থী আক্তারুজ্জামান শাহ বলেন, ব্যাংকের ঋণ খেলাপির দায়ে মূল আসামি কারাগারে আছে। আমি জামিনদার ছিলাম। তবে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালতে আমি মুক্ত হওয়ার জন্য আবেদন করেছিলাম। কিন্তু নির্ধারিত তারিখে বিজ্ঞ জেলা ও দায়রা জজ অনুপস্থিত থাকায় মামলাটির শুনানি হয়নি। এমতাবস্থায় আগামীকাল আমি জেলা নির্বাচন কর্মকর্তার কাছে আপিল দায়ের করব। 

জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন বলেন, ব্যক্তিগত কারও ঋণ খেলাপির ব্যাপার আমাদের জানার কথা না। তবে এখন জানতে পেরেছি। আশা করছি যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন বলে আমি দৃঢ় আশাবাদ ব্যক্ত করছি। 

জামালগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আজ থেকে আগামী বুধবার পর্যন্ত আপিল করার সুযোগ রয়েছে। পরবর্তীতে ১৮ ডিসেম্বর শুনানি শেষে ১৯ ডিসেম্বর রায় দেওয়া হবে। 
যদি এ সময়ের মধ্যে আইনি সকল জটিলতা কাটিয়ে আসতে পারে তবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ রয়েছে। 

উল্লেখ্য, নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের তারিখ ১৯ ডিসেম্বর ও প্রতীক বরাদ্দ হবে ২০ ডিসেম্বর। আগামী নতুন বছরের ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। 

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব