হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরে দুর্যোগ নেমে এলে প্রধানমন্ত্রী আর শান্ত থাকতে পারে না: নানক

সুনামগঞ্জ প্রতিনিধি

‘হাওরের ওপর দুর্যোগ নেমে এলে প্রধানমন্ত্রী শান্ত থাকতে পারেন না। সিলেট-সুনামগঞ্জে যখন ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দেন। আজকে আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের খাদ্যসহায়তা দেওয়ার জন্য এসেছি’—বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। 

আজ মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ পৌর এলাকার শহরতলির ইকবাল নগরে বন্যায় ক্ষতিগ্রস্ত কয়েক শতাধিক মানুষের মাঝে খাদ্যসহায়তা বিতরণের সময় মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, ‘হাওরের ওপর যখন দুর্যোগ নেমে আসে, তখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শান্ত থাকতে পারেন না। হাওরের গ্রামের মানুষদের প্রতি উনার আলাদা একটা ভালোবাসা আছে। তাই আপনারা আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, আওয়ামী লীগ আপনাদের পাশে আছে।’  

বিএনপির উদ্দেশে জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘বিএনপি দেশের ভেতরে ষড়যন্ত্র করে। এরা বাংলাদেশকে ধ্বংস করতে চায়। এদের কোনো লজ্জা নেই। তারা দেশের টাকা বিদেশে পাচার করে। একই সাথে এরা জঙ্গিবাদের আশ্রয় ও প্রশ্রয় দাতা। এরা যখন ক্ষমতায় ছিল, তখন মানুষ সব সময় বোমা হামলার আতঙ্কে দিন কাটাত। হাওর পারের মানুষ হাহাকারের মধ্যে, কিন্তু তারা কোনো প্রকার সাহায্য–সহযোগিতা করছে না।’

পৌর শহরে সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখতের উদ্যোগে ত্রাণ বিতরণের সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল আবেদীন, অ্যাডভোকেট বিমান কান্তি,  লিটন সরকার, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শুভ বণিক প্রমুখ।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার