হোম > সারা দেশ > সুনামগঞ্জ

বছরের শেষ দিন ঘোড়দৌড় প্রতিযোগিতায় মেতেছে দর্শকেরা

নিজস্ব প্রতিবেদক সিলেট 

সুনামগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জে ২ দিনব্যাপী ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সদর উপজেলার আলমপুর ফসলের মাঠে এই খেলার আয়োজন করা হয়। বছরের শেষ দিন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে উৎসবে মেতে ওঠেন খেলায় আসা হাজারো দর্শক।

আজ মঙ্গলবার সমাপনী দিনে খেলার মাঠে গিয়ে দেখা যায়, ঘোড়দৌড় প্রতিযোগিতা দেখতে ভিড় করেছেন হাজারো দর্শক। কমিটির লোকজন জানায়, জেলার বিভিন্ন এলাকা থেকে ১৭৫টি ঘোড়া খেলায় অংশ নিয়েছে। খেলায় পুরস্কার হিসেবে রয়েছে টিভি, খাসি, ছাতা, কলস ইত্যাদি।

খেলায় আসা ঘোড়ার রয়েছে বিভিন্ন নাম; এর মধ্যে আছে বাদশা, হিরো আলম, জায়েদ খান, রকি মাস্তান, খান বাহাদুর।

এ ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করেন স্থানীয় আলমপুর গ্রামের শৌখিন যুবক, মুরব্বিরা। আলমপুর গ্রামের শামসুল কাদির মিসবাহ বলেন, কালের বিবর্তনে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলো নতুন প্রজন্মের কাছে পরিচিত করাতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতে এ আয়োজনের আরও প্রসার ঘটানো হবে।

সুনামগঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা। ছবি: আজকের পত্রিকা

আয়োজক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আলিম উদ্দীন আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী খেলা হলো ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতি বছর খেলার আয়োজন করে থাকি আমরা। খেলায় হাজার হাজার দর্শকের উপস্থিতিতে মাঠে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। ভবিষ্যতে আরও বড় পরিসরে খেলার আয়োজন করব।’

প্রতিযোগিতাকে ঘিরে আলমপুর মাঠে বসে অসংখ্য দোকানপাট। শিশুদের জন্য ছিল খেলনার দোকান।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার