হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুর উপজেলা পরিষদে কাল ভোট, কেন্দ্রে কেন্দ্রে গেল সরঞ্জাম

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচন আগামীকাল বৃহস্পতিবার। আজ বুধবার কেন্দ্রে কেন্দ্রে ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। ইভিএম পদ্ধতিতে কাল সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হবে।

উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আওয়ামী লীগ মনোনীত নুরুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির আতাউর রহমান (লাঙল), জমিয়ত উলামায়ে ইসলামের আব্দুল কাইয়ুম কামালী সিতু (খেজুরগাছ), স্বতন্ত্র প্রার্থী হারুন রাশীদ (আনারস) ও সৈয়দ তালহা আলম (কাপ-পিরিচ)।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, উপজেলার একটি পৌরসভা ও আটটি ইউনিয়নের ৮৯টি কেন্দ্রে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। ভোট কক্ষের সংখ্যা ৫২৯টি এবং অস্থায়ী কক্ষ ৭০টি। মোট ভোটার ২ লাখ ১৪৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ১ লাখ ২৩১ জন এবং নারী ভোটার ৯৯ হাজার ৯১৭ জন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া সাদা পোশাকসহ বিভিন্ন কেন্দ্রে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়োগ দেওয়া হয়েছে।

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ