হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে ১ কুকুরের কামড়ে ৭ শিশুসহ আহত ২৬, কুকুরকে পিটিয়ে হত্যা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে কুকুরের কামড়ে সাত শিশুসহ ২৬ জন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুপুরে উপজেলার তাহিরপুর সদরের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও শাহগঞ্জ এলাকায় একটি কুকুরের আক্রমণে তারা আহত হয়। গুরুতর আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার নারী, শিশুসহ অন্তত ২৬ জন কুকুরের আক্রমণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৬ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

আহত ব্যক্তিরা হলেন স্বর্গজিৎ (৫), তাওহীদ (৩) তৌফিক মিয়া (৪০), তাহি (১২), তাজ মাহমুদ (৩২), ফয়সাল মিয়া (৪৫), পারভেজ মিয়া (১২) রফিক নুর (১৮), তাসিন (৮) চিরশ্রী (৪) আজিমা বেগম (৬০), আয়ান মিয়া (৬), তাজ মাহমুদ (৩২), আসাদ নুর (৬০), সুনীল দাস (৬৫) ও টিটন (৪০)। এর মধ্যে স্বর্গজিৎ (৫) ও ফয়সাল আহমদকে (৪৫) সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত কুকুরের আক্রমণে তারা আহত হয়। আজ বেলা ২টার দিকে স্থানীয়রা কুকুরটিকে পিটিয়ে হত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান আজকের পত্রিকাকে বলেন, কুকুরের কামড়ে আহতদের প্রাথমিক চিকিৎসাসহ টিকা দেওয়া হয়েছে। গুরুতর আহত দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার