হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের ষোলঘর স্টেডিয়ামে বাণিজ্য মেলা বন্ধের দাবিতে জেলা আইনজীবী সমিতি ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি নজরুল ইসলাম শেফু, সিনিয়র আইনজীবী আবুল মজিদ চৌধুরী, মতিয়া বেগম, মাসুদুল হক সুমেল প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিয়াউর রহমান পীর।

বক্তারা বলেন, ষোলঘর স্টেডিয়ামে বাণিজ্য মেলার কারণে এলাকার পরিবেশ ও সাধারণ মানুষের স্বাভাবিক জীবন ব্যাহত হচ্ছে। রোগীদের কষ্ট, নামাজ-রোজায় বিঘ্ন এবং শিশু-কিশোরদের খেলাধুলা বন্ধ হয়ে গেছে। এলাকাটি আবাসিক হওয়ায় সেখানে মেলা আয়োজন অযৌক্তিক এবং আইনবিরুদ্ধ।

বক্তারা দাবি জানান, ষোলঘর মাঠে মেলা বন্ধ করে শহরের বাইরে অন্য কোনো স্থানে আয়োজন করতে হবে।

বক্তারা আরও বলেন, দেশে বাণিজ্য মেলা সাধারণত শহরের বাইরে আয়োজন করা হয়। কিন্তু সুনামগঞ্জ শহর ছোট হওয়া সত্ত্বেও আবাসিক এলাকায় মেলা আয়োজন করা হচ্ছে। শিশু-কিশোরদের মেধা বিকাশের স্বার্থে এবং এলাকার পরিবেশ রক্ষায় মেলা অন্যত্র স্থানান্তর করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান বক্তারা। দাবিগুলো উপেক্ষা করা হলে স্থানীয় জনগণকে নিয়ে আন্দোলন ও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট রফিকুল আলম, অ্যাডভোকেট ফজর আলী, ড. খাইরুল কবীর রুমেন, অ্যাডভোকেট আব্দুল হামিদ, আব্দুল হক, নাজমুল হুদা হিমেল, সাদিকুর রহমান স্বপন, অ্যাডভোকেট শফিউল্লাহসহ আইনজীবী ও ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকরা।

এ সময় আরও উপস্থিত ছিলেন—সিনিয়র আইনজীবী রফিকুল আলম, সিনিয়র আইনজীবী ফজর আলী, ড. খাইরুল কবীর রুমেন, আইনজীবী আব্দুল হামিদ, আব্দুল হক, নাজমুল হুদা হিমেল, সাদিকুর রহমান স্বপন, আব্দুল মজিদ জুয়েল, আইন উদ্দিন, ফয়সল আহমেদ, মেহরাজ উদ্দিন উৎপল, আব্দুল জলিল, শফিকুল ইসলাম, নাছিরুল হক আফিন্দী, বিদ্যুৎ চক্রবর্তী, অ্যাড. শফিউল্লাহ, জাবেদ নুরে আলম, জানাতুল ফেরদোস, মহিউদ্দিন, তনয় চক্রবর্তী, ইশতিয়াক আলম পিয়াল, শফিউল আলম প্রমুখ।

মানববন্ধনে জেলার আইনজীবী ও পৌর এলাকার ক্রীড়াপ্রেমী সচেতন নাগরিকগণ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আগামী ১৫ জানুয়ারি থেকে এক মাসব্যাপী এই মেলা শুরুর কথা রয়েছে।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব

যাদুকাটার বালু লুটের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

টাকা তুলতে না পেরে ব্যাংকে গ্রাহকের তালা

টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহক

আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী আটক

হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে বিভক্ত এলাকাবাসী