হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সৌদিতে যাওয়ার ৩ দিনের মাথায় লাশ হলেন সুনামগঞ্জের গৃহবধূ

শাকিলা ববি, সিলেট

স্বামী ঋণগ্রস্ত থাকায় সৌদি আরবে গৃহকর্মীর কাজে যান রুবেনা বেগম। কিন্তু ওই দেশে যাওয়ার তিন দিনের মাথায় লাশ হতে হয়েছে তাঁকে। সৌদিতে বাংলাদেশ দূতাবাস বলছে, রুবেনা আত্মহত্যা করেছেন। ওই দেশে যাওয়ার পরপরই স্ত্রী মারা যাওয়ার কারণ জানতে আগ্রহী স্বামী জয়নাল আবেদীন।

রুবেনার স্বামী জয়নালের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সংগ্রামপুর গ্রামে। জয়নাল জানান, ১৩ ফেব্রুয়ারি ঢাকার রিক্রুটিং এজেন্সি রাজধানী ট্রেড ইন্টারন্যাশনালের মাধ্যমে রুবেনা সৌদি আরবে যান। এরপর ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান। ২৩ ফেব্রুয়ারি সৌদি আরব থেকে জয়নালকে এক ব্যক্তি কল দিয়ে জানান রুবেনা আত্মহত্যা করেছেন। পরে দালালের সঙ্গে যোগাযোগ করে তিনি নিশ্চিত হন রুবেনা মারা গেছেন। এরপর তিনি ঢাকায় গিয়ে লাশ আনার আবেদন করেন। রুবেনা ও জয়নালের সাত বছর বয়সী এক মেয়ে রয়েছে।

জয়নাল বলেন, ‘সৌদি আরবে যাওয়ার পর রুবেনার সঙ্গে আমার কোনো কথা হয়নি। সেখানে গিয়ে সে আমার মোবাইল ফোনে কল দিয়েছিল। কিন্তু রাত বেশি হওয়ায় আমি ঘুমিয়েছিলাম কল ধরতে পারিনি। তখন সে ওমানে আমার সাদিক নামের এক আত্মীয়ের কাছে কল দিয়ে জানায় সে সৌদি পৌঁছে গেছে। দুই দিন পর সে আবারও গভীর রাতে কল করে। সেদিনও ঘুমিয়ে থাকার কারণে কল ধরতে পারিনি। তখন সে আবার সাদিককে কল দিয়ে জানায় সে এক মালিকের বাসায় কাজ করতে গিয়েছে। সেখানে রুবেনাকে ইন্টারনেট ব্যবহার করতে দেওয়া হয় না। এ ছাড়া ওই আত্মীয়কে আর কিছুই বলেনি সে।’

সৌদি আরবে যাওয়ার পর রুবেনার সঙ্গে নিজের সঙ্গে কোনো কথা হয়নি বলে জানান জয়নাল। তিনি বলেন, ‘স্ত্রীর সঙ্গে আমার কোনো কথা হয়নি। কী কারণে তিন দিনের মধ্যেই সে আত্মহত্যা করল সেটাও বুঝতে পারছি না।’ 

রিক্রুটিং এজেন্সি রাজধানী ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী টিপু সুলতান বলেন, ‘দূতাবাস থেকে আমাদের জানানো হয়েছে রুবেনা আত্মহত্যা করেছেন। দূতাবাস সবকিছুর দেখাশোনা করছে এবং দ্রুত সময়ের মধ্যে তারা মরদেহ পাঠাবে বলে জানিয়েছে। এখনো দূতাবাস থেকে অফিশিয়াল কাগজপত্র আসেনি। সব কাগজপত্র এলে আমরা বিস্তারিত বলতে পারব।’ 

টিপু সুলতান আরও বলেন, ‘রুবেনার মতো অনেক নারীর মৃত্যু নিয়ে আমরা খুবই চিন্তিত। কেন এভাবে তাঁরা আত্মহত্যা করছেন, সেটা দূতাবাসকে খতিয়ে দেখা দরকার। এ বিষয়ে সরকার ও দূতাবাসকে উদ্যোগী হতে হবে। সৌদিতে নারীদের নিরাপত্তার বিষয়ে আরও সূক্ষ্মভাবে কাজ করতে হবে।’

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার