এবার কোরবানি ঈদকে সামনে রেখে সুনামগঞ্জে ৩৮টি অস্থায়ী পশুহাট বসবে। হাটে আসা সবাইকে এক পথ দিয়ে প্রবেশ করতে হবে এবং অন্য পথ দিয়ে বের হতে হবে। একই সাথে হাটে প্রবেশ করার আগে সকলকে অবশ্যই মাস্ক পরতে হবে ও সাবানপানি দিয়ে হাত ধুতে হবে।
আজ শুক্রবার আজকের পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
জেলা প্রশাসক জানান, ক্রেতা ও বিক্রেতার মধ্যে দূরত্ব বজায় রাখার জন্য হাটগুলোতে বাঁশের চৌকি দিয়ে দেওয়া হবে। এ ছাড়া প্রচারণার অংশ হিসেবে প্রত্যেকটি হাটে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি এবং সরকারি নির্দেশনা মেনে সকলকে কোরবানির পশুহাট পরিচালনা করার আহ্বানও জানান তিনি।
জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে পশুহাটগুলোতে বিশেষ নজরদারি থাকবে। কেউ যেন জ্বাল টাকার ছড়াছড়ি করতে না পারে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করবে। এ ছাড়া পুলিশের পক্ষ থেকেও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচারণা করা হবে।