হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শিরনি বিতরণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঠাকুরভোগ গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শিরনি বিতরণের আয়োজন করা নিয়ে গ্রামবাসী দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, স্থানীয় আওয়ামী লীগের সমর্থক আব্দাল মিয়া ও সুফি মিয়া এবং আওয়ামী লীগ নেতা নুর মিয়া ও বিএনপির নেতা আশিক মিয়ার নেতৃত্বে ঠাকুরভোগ গ্রাম দুই ভাগে বিভক্ত। তাঁরা দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারের লড়াই করছেন। গতকাল শুক্রবার নুর ও আশিকের পক্ষ শিরনি বিতরণের আয়োজন করা হয়। কিন্তু সেখানে যায়নি আব্দাল ও সুফির পক্ষ।

এদিকে আজ একই স্থানে মাইকে ঘোষণা দিয়ে শিরনির আয়োজন করে আব্দালের পক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় দলের অর্ধশতাধিক আহত হন। তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর অবস্থায় হাবিবুর রহমান, মিজানুর রহমান, সেবুল মিয়া, ডালিম মিয়া, আব্দাল, জুবের মিয়া, জমিদার আলী, রেকুল খান, আবুল মিয়া, ফখরু মিয়া ও বাদশা মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু