হোম > সারা দেশ > সিলেট

সুরমায় নিখোঁজ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ ৭২ ঘণ্টা পর উদ্ধার

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৭২ ঘণ্টা পর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের মল্লিকপুর এলাকার আব্দুল জহুর সেতুর নিচ থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁর মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ মডেল থানা-পুলিশ। 

ওই শিক্ষার্থীর নাম নাফিস আবরার (২৬)। তিনি জেলার গোপালপুর এলাকার গাউসিল আযমের ছেলে ও ঢাকার ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। 

সুনামগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যার দিকে সুনামগঞ্জ পৌর শহরের রিভার ভিউ পার্ক এলাকায় সুরমা নদীতে গোসল করতে নামেন নাফিস আবরার ও তাঁর বন্ধু তুষার কুমার রায় (২৬)। তাঁরা সাঁতার কেটে সুরমা নদী হয়ে পাশের লঞ্চঘাটে যাওয়ার সময় দুই বন্ধু নদীর স্রোতে তলিয়ে যান। নিখোঁজের পর তুষার রায়কে জীবিত উদ্ধার করা গেলেও নিখোঁজ ছিলেন নাফিস আবরার। নদীতে প্রচণ্ড স্রোতের কারণে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থল ও আশপাশে দুই দিন অনেক চেষ্টা করেও যুবকের সন্ধান পায়নি। পরে আজ সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার নিউটন দাশ বলেন, ‘সুনামগঞ্জ শহরের নতুনপাড়া এলাকায় তাঁদের আত্মীয়র বিয়েতে আসেন এই দুই যুবক। ওই দিন রিভার ভিউ পার্ক এলাকার সুরমা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার পর ডুবুরি দলের সদস্য দিয়ে উদ্ধার অভিযান চালাই। কিন্তু নদীতে পাহাড়ি ঢলের অস্বাভাবিক স্রোতের কারণে তাঁকে খুঁজে পাওয়া অনেক কঠিন ছিল। তবে শিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনাস্থল থেকে অনেক দূর থেকে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাঁর মরদেহ পুলিশ উদ্ধার করেছে।’

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ