হোম > সারা দেশ > সিলেট

জগন্নাথপুরে ধর্ষণের শিকার ভিক্ষুকের মামলায় ৩ মাস পর আসামি গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ধর্ষণের শিকার এক ভিক্ষুকের (২৬) করা মামলার তিন মাস পর আসামি শামীম মিয়াকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার বিকেলে গ্রেপ্তারের পর আজ সোমবার সকালে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল রোববার বিকেলে র‍্যাব-১১-এর সহযোগিতায় কুমিল্লা সদরের কান্দিরপাড় এলাকা থেকে শামীম মিয়াকে গ্রেপ্তার করা হয়। তিনি হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের রাজনগর (ভূমিহীন) গ্রামের বাসিন্দা।

মামলা সূত্রে জানা গেছে, গত বছরের ৩ নভেম্বর বাড়ির পাশে এক মৎস্য খামার পাড়ে কচু আনতে যান ভুক্তভোগী ওই ভিক্ষুক। এ সময় শামীম মিয়া তাঁকে ধর্ষণ করে পালিয়ে যান। পরে ভুক্তভোগীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে স্বজনেরা। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ নভেম্বর জগন্নাথপুর থানায় শামীম মিয়ার বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) অলক দাশ আজকের পত্রিকাকে বলেন, ভুক্তভোগী ওই নারী এক মেয়েকে নিয়ে বাবার বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করি আসছিলেন। ঘটনার দিন শামীম তাঁকে একা পেয়ে ধর্ষণ করে পালিয়ে যান। এরপর থেকে শামীম পলাতক ছিলেন। অনেক চেষ্টার পর র‍্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ