হোম > সারা দেশ > সুনামগঞ্জ

গত মাসে কেনা শখের মোটরসাইকেলে প্রাণ গেল স্কুলছাত্রের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি 

তাহফিমুল হাসান আবির। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় তাহফিমুল হাসান আবির (১৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে সুনামগঞ্জ-জগন্নাথপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুরের সীমান্তবর্তী দাড়াখাই নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত আবির শান্তিগঞ্জ উপজেলার হলদিয়ারকান্দি গ্রামের আমির হোসেনের ছেলে। সে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

এলাকাবাসী জানায়, আবির পরিবারের সঙ্গে জগন্নাথপুর পৌরশহরে থাকত। তার বাবা দীর্ঘদিন ধরে জগন্নাথপুর বাজারে ব্যবসা করে আসছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আবির তার গ্রামের বাড়ি থেকে মোটরসাইকেলযোগে জগন্নাথপুরে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে আরেকটি মোটরসাইকেলের পেছনে ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী আরও জানায়, আবির তার মা-বাবার একমাত্র সন্তান ছিল। তার মা পেশায় একজন শিক্ষক। ছেলের শখ পূরণ করতে আবিরের মা এক মাস আগে তাকে নতুন এই মোটরসাইকেলটি কিনে দেন।

এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন আজকের পত্রিকাকে বলেন, পরিবারের কারও কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য লাশ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত