হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ছাতকে আওয়ামী লীগের ২৫ বিদ্রোহী প্রার্থী

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক উপজেলার ১০টি ইউনিয়নে আগামী ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতকের ১০টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। 

বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছাতক সদর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম (আনারস) ও আছাদ আহমদ টিটু (ঘোড়া)। খুরমা (উ.) ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন শামসুল ইসলাম খান (আনারস), অ্যাডভোকেট মনির উদ্দিন (মোটরসাইকেল)। ইসলামপুর ইউনিয়নে কামরুল ইসলাম (আনারস), ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে আব্দুল খালিক (মোটরসাইকেল), মিজানুর রহমান মানিক (টেবিল ফ্যান) ও শফিকুল হক (আনারস) প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

এ ছাড়া বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দোলারবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে নুরুল আলম (চশমা), আসমত আলী (আনারস), আমির উদ্দিন (মোটরসাইকেল), আনোয়ার হোসেন (ঘোড়া)। চরমহল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে জালাল উদ্দীন (ঘোড়া), ছোরাব আলী (টেলিফোন), তাজুদ আলী (দুটি পাতা), জসিম উদ্দিন তালুকদার (আনারস)। অন্যদিকে খুরমা (দ.) ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীন (টেলিফোন), আবুল কাশেম হাসান (মোটরসাইকেল), আবু বক্কর সিদ্দিক (ঘোড়া), আব্দুল খালিক (চশমা), গোলাম আজম তালুকদার (আনারস) বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচন করছেন। 

বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে আরও প্রতিদ্বন্দ্বিতা করছেন গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আখলাকুর রহমান (আনারস), হাজি নিজাম উদ্দিন (মোটরসাইকেল)। জাউয়া বাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান চেয়ারম্যান মুরাদ হোসেন (মোটরসাইকেল), আব্দুল হক (ঘোড়া)।  

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব