হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ধর্মপাশায় শিক্ষককে বহিষ্কারের দাবিতে মানববন্ধন

ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশা জনতা মডেল উচ্চ বিদ্যালয়ের গণিতের সহকারী শিক্ষক জিএম হায়দারকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার সকাল ১১টার দিকে বিদ্যালয় সংলগ্ন সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

জানা যায়, সম্প্রতি জিএম হায়দারের আপত্তিকর ভিডিও প্রকাশ ও তাঁর বিরুদ্ধে দীর্ঘ বছর ধরে পাঠদানের সময় শিক্ষার্থীদের সঙ্গে অপ্রাসঙ্গিক কথা বলা, বিকৃত বাচনভঙ্গিতে কুরুচিপূর্ণ উদাহরণ দেওয়া, কখনো ছাত্রছাত্রীদের নিয়ে আবার কখনো ছাত্রীদের উদ্দেশ্য করে অশালীন বাক্য প্রয়োগ করার অভিযোগ তুলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা এ মানববন্ধনের আয়োজন করেন। 

ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণিপেশার দেড় শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে সাবেক শিক্ষার্থী প্রসুনজিৎ বিশ্বাস পলাশ বলেন, যদি কোনো শিক্ষক নৈতিকতা হারায় তাহলে তিনি আর শিক্ষক থাকেন না। এই শিক্ষকের কাছে কোনো শিক্ষার্থী নিরাপদ নয়। তাই তাঁকে দ্রুত বহিষ্কারের দাবি জানাচ্ছি। 

অভিযুক্ত শিক্ষক জিএম হায়দার তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলে, ভিডিওতে থাকা ব্যক্তি আমি নই। ভিডিওটি হয়তো এডিট করা হয়েছে। 

এ বিষয়ে একেএম ওহিদুল ইসলাম কবির তাঁর বক্তব্যে বলেন, জিএম হায়দার আমার সঙ্গে কলেজে পড়েছে। কলেজজীবনে যে রকম করেছিল আজকে ৩৫ বছর পর সেই ঘটনাগুলো দেখতে পাচ্ছি। ছাত্রীর ওড়না ধরে যদি কোনো শিক্ষক টান দেয় তাহলে তিনি কতটুকু ঘৃণিত কাজ করেছেন তা বোঝা যায়। ম্যানেজিং কমিটির লোকজন ওই ঘটনায় রেজুলেশন করে তাঁকে মাফ করে দিয়েছিলেন। পশুর ন্যায় একজন ব্যক্তি শিক্ষকতা করতে পারেন না। 

মানববন্ধনে সাবেক শিক্ষার্থী আবু সাদাত তিতাসের সভাপতিত্বে ও মেহেদী হাসান বাবরের পরিচালনায় বক্তব্য দেন-বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সদস্য একেএম ওহিদুল ইসলাম কবির, সাবেক ইউপি সদস্য আলী উসমান, সাবেক শিক্ষার্থী কাজী মিজানুল হক ইমন, প্রসুনজিৎ বিশ্বাস পলাশ, হাসান আহমেদ কামরান, রাসেল আহমেদ, হাবিবুল্লাহ, পাভেল আহমেদ কিরণ, মমিন আহমেদ রাজ, ১০ শ্রেণির শিক্ষার্থী সালাউদ্দিন সাগর প্রমুখ।

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব