হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আইফোন চুরি দেখে ফেলায় মা-ছেলে খুন: পুলিশ

সুনামগঞ্জ প্রতিনিধি

সংবাদ সম্মেলনে কথা বলেন জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ পৌর শহরের হাছননগরের বাসায় আইফোন চুরি দেখে ফেলায় মা ফরিদা বেগম (৫০) ও ছেলে মিনহাজুল ইসলামকে (২০) কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার সঙ্গে জড়িত ছিল মিনহাজুলেরই খালাতো ভাই।

জেলা পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান আজ বৃহস্পতিবার নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। এ ঘটনায় জড়িত অভিযোগে একজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তবে তার বয়স ১৮ বছরের নিচে হওয়ায় নাম-পরিচয় জানানো হয়নি।

পুলিশ সুপার জানান, পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ও সদর থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে গতকাল বুধবার রাতে ঢাকার সাভার থেকে এক শিশুকে আটক করে। প্রাথমিকভাবে জানা গেছে, পুলিশি হেফাজতে নেওয়া শিশু ও তার এক বন্ধু আইফোন ও টাকা চুরির পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, তারা ২৯ আগস্ট রাতে মিনহাজুলের ঘরে ঢুকে আইফোনটি চুরির চেষ্টা করে। মিনহাজুল টের পেয়ে একজনকে আটক করার চেষ্টা করলে অপরজন বটি দিয়ে কোপ মারে, ফলে মিনহাজুল সেখানেই মারা যান।

শব্দ শুনে মা ফরিদা অন্য কক্ষ থেকে বের হলে তাঁকেও কুপিয়ে হত্যা করা হয়। পরে দুজন বাসার পেছনের রাস্তা দিয়ে পালিয়ে যায়। পুলিশ অপর আসামিকে ধরতে অভিযান অব্যাহত রেখেছে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জাকির হোসাইন, সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার