হোম > সারা দেশ > সুনামগঞ্জ

বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাস হবে না: মামুনুল হক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

বাংলাদেশ খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মুহাম্মদ মামুনুল হক বলেছেন, ‘ভারত এত দিন এ দেশের মানুষের অধিকার নিয়ে ছিনিমিনি খেলেছে। শুধু তাদের আর আওয়ামী লীগের স্বার্থের কথা ভেবেছে; এ দেশের মানুষের কথা ভাবেনি। তাই এ দেশের মানুষ তাদের শিক্ষা দিয়েছে। বাংলাদেশ আর কোনো দিন ভারতের দাসে পরিণত হবে না।’

আজ বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে খেলাফত মজলিশ আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ, আহত এবং বন্যা দুর্গতদের জন্য দোয়া ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক এসব কথা বলেন।

দলটির মহাসচিব মামুনুল হক বলেন, ‘ভারত আমাদের প্রতিবেশী দেশ হিসেবে বন্ধুত্বের মতো দেখতে চাই। যদি বন্ধু দেশ হিসেবে বন্ধুত্বের মতো আচরণ করতে পারে, তাহলে আমরা স্বাগত জানাই। আর যদি আমার দেশের কোনো অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে আসে, সেই নাক কেটে ফেলব।’

মামুনুল হক বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেন, ‘বাহাত্তরের সংবিধান, এটি এ দেশের সাধারণ মানুষের সংবিধান নয়। এটি ছিল ভারতের পক্ষ থেকে চাপিয়ে দেওয়া গোলামির সংবিধান। স্বাধীন দেশে আর গোলামির সংবিধান চলবে না। এ দেশের মানুষ এখন সংস্কার চায়। দেশের অধিকাংশ মানুষের ইচ্ছা ও অভিপ্রায়ের ভিত্তিতে সংবিধান চাই।’

সব ধরনের বৈষম্য দূর করে সব রাজনৈতিক দলকে রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে উঠে দেশপ্রেমকে ধারণ করে বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণের আহ্বান জানান মামুনুল হক।

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু