হোম > সারা দেশ > সুনামগঞ্জ

তীব্র শীতে অসহায় খেটে খাওয়া মানুষ

সুনামগঞ্জ প্রতিনিধি

গত তিন দিনের তীব্র শীত আর কুয়াশায় অসহায় জীবন যাপন করছে খেটে খাওয়া মানুষ। শীতের শুরুতে সুনামগঞ্জে তেমন শীত অনুভূত না হলেও গত বুধবার থেকে প্রতিদিনই গড়ে ১০ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে। ফলে শীতের কবলে পড়েছেন হাওরাঞ্চলের বোরো চাষিরা। তীব্র শৈত্যপ্রবাহ থাকার কারণে জমিতে আবাদ ব্যাহত হচ্ছে।

শীতের প্রকোপে দিনমজুর, বালু-পাথর উত্তোলনের পেশায় জড়িত হাজারো শ্রমিকসহ অন্যরাও কষ্টে আছেন। পরিবারের মুখে খাবার তুলে দিতে তারা হিমশিম খাচ্ছেন। 

জেলার তাহিরপুর উপজেলার জাদুকাটা নদীতে হাজারো বালু-পাথরের শ্রমিক পানিতে নেমে সনাতন পদ্ধতিতে বালু-পাথর তোলার কাজ করে থাকেন। আর এই শ্রমিকেরা বালু উত্তোলন করেই জীবিকা নির্বাহ করেন। কিন্তু গত তিন দিনের তীব্র শীতের কারণে বেকায়দায় পড়েছেন তাঁরা। 

সুনামগঞ্জ সদর উপজেলার বোরো চাষি করম আলী বলেন, ‘জমিতে আগাছা পরিষ্কার করা জরুরি। কিন্তু এত শীতের মাঝে গেলেই তো অসুস্থ হয়ে যাব। তবুও তো আগাছা পরিষ্কার করাই লাগবে।’ 

জাদুকাটা নদীর বালুশ্রমিক আকাশ মিয়া বলেন, ‘আমরা তো পানিতে নাইমা বালু তোলার কাজ করি। কদিন ধইরা যে ঠান্ডা, কেমনে পানিতে নামব বুঝতাছি না। তবে একটু রোদ উঠলে নামি। কিন্তু রোজগার কম হয়। আরও কদিন শীত এমন তীব্র থাকলে আরও বেশি কষ্ট হবে।’

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু