সুনামগঞ্জ সংবাদদাতা
সুনামগঞ্জের মধ্যনগরে খাল পার হতে গিয়ে এক মা ও তাঁর শিশুকন্যা ভেসে গেছে। পুলিশ আজ শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলা সদর ইউনিয়নের গলহা গ্রামের একটি খাল থেকে দুজনের লাশ উদ্ধার করে।
মারা যাওয়া দুজন হলো বিলকিছ আক্তার ও তাঁর মেয়ে বিথি (২)। তাদের বাড়ি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার দুর্লভপুর গ্রামে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, বিলকিছ ভিক্ষাবৃত্তির জন্য মধ্যনগরে এসেছিলেন। তিনি গলহা গ্রামে খাল পার হতে গিয়ে কোলের বাচ্চাসহ স্রোতে ভেসে যান। আজ মা-মেয়ের লাশ উদ্ধার করা হয়।