হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পাশার ‘আসন কনফার্ম করে দল ছাড়া’কে অসত্য বললেন পরিকল্পনামন্ত্রী

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের তৃণমূল বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য শাহীনুর পাশা চৌধুরী বলেছেন, ‘জোটের কারণে তৃণমূল বিএনপিকে চারটি আসন দেওয়া হয়েছে। আমি আমার দল (জমিয়ত) ছেড়ে ওলামাদের প্ল্যাটফর্ম ছেড়ে তৃণমূল বিএনপিতে গিয়েছি এই সিট কনফার্ম করে।’

গতকাল রোববার বিকেলে সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর পয়েন্টে নির্বাচনী এক পথসভায় শাহীনুর পাশা এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘এমন হতে পারে, ৭ তারিখ এই আসনে নৌকার ব্যাজ পকেটে লাগিয়ে সে ভোট মারবে সোনালী আঁশ (পাট) মার্কায়।’

তবে শাহীনুর পাশার এ বক্তব্যকে অসত্য দাবি করে ওই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ‘এই কথায় তিনি সমস্যা সৃষ্টি করেছেন। তিনি ভাব দেখালেন সরকারই এটি করেছে। মিথ্যা কথা, অসত্য কথা। এটি অন্যায় কথা। তাতে তাঁর বিচার হওয়া দরকার। এ ধরনের কথা বলা উচিত না। এটার দোষ আমাদের ওপর চলে আসে। এ কথায় বোঝা যায়, তাঁর সঙ্গে আমাদের চুক্তি হয়েছে। এসব কথা কোনোভাবেই তাঁর বলা ঠিক হয়নি।’

আজ সোমবার দুপুরে জগন্নাথপুর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে উপজেলা ছাত্রলীগের আয়োজনে নির্বাচনী মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ