সুনামগঞ্জ সদর উপজেলার হবতপুর গ্রামে সুরমার ভাঙনকবলিত এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন করেছেন গ্রামবাসী।
আজ রোববার বেলা ১টায় নদীপাড়ে এ প্রতিবাদ কর্মসূচি পালিত করেন তাঁরা।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন সুরমা নদীর হবতপুর এলাকায় নদীভাঙন রোধে যখন গ্রামবাসী প্রশাসনের কাছে ধরনা দিচ্ছেন। আর ঠিক সেই সময়ে প্রশাসনের দোহাই দিয়ে ভাঙনকবলিত এলাকা থেকে ড্রেজার মেশিন দিয়ে অবাধে মাটি উত্তোলন করছে একটি চক্র। গ্রামটির অস্তিত্ব রক্ষায় ভাঙনকবলিত এলাকা থেকে বালু উত্তোলন বন্ধ করতে প্রশাসনের নিকট দাবি জানান গ্রামবাসী।
এ সময় বক্তব্য রাখেন, ইউপি সদস্য ফখরুল মিয়া, ব্যবসায়ী মাসুক মিয়া, সেলিম আহমদ, নবী হোসেন, কৃষক সবর আলী, মনির আহমদ, একরামুল হক সেলিমসহ প্রমুখ।