হোম > সারা দেশ > সুনামগঞ্জ

নির্যাতনে যুবকের মৃত্যুর অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদালতে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের নির্যাতনে যুবকের মৃত্যুর ঘটনায় দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আদলতে মামলা করা হয়েছে। মামলাটি করেন নিহত উজির মিয়ার ভাই ডালিম মিয়া। এ মামলায় অভিযুক্তরা হলেন, শান্তিগঞ্জ থানার এস আই দেবাশীষ সুত্রধর ও এস আই আলাউদ্দিন। 

আজ সোমবার বেলা ১২টায় জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে এই মামলা দায়ের করেন। 

উল্লেখ্য, গত ৯ ফেব্রুয়ারি রাতে একটি গরু চুরির মামলার সন্দেহ জনক আসামি হিসেবে নিজ বাড়ি থেকে নিহত উজির মিয়াকে গ্রেপ্তার করে শান্তিগঞ্জ থানা-পুলিশ। এর পরের দিন ১০ ফেব্রুয়ারি আদালত থেকে জামিন পেয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে আসেন। এরপর ২১ ফেব্রুয়ারি নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়েন উজির মিয়া। অসুস্থতা বাড়লে তাঁকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে ওই দিনই বিকেলে নিহত উজির মিয়ার স্বজনেরা পুলিশের নির্যাতনে উজির মিয়ার মৃত্যুর অভিযোগ এনে পাগলা বাজারে সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করেন। পরে প্রশাসনের সু-বিচারের আশ্বাসে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করেন। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন কর্তৃক ৩ সদস্য বিশিষ্ট পৃথক ২টি তদন্ত কমিটির মাধ্যমে উজির মিয়ার নিহতের ঘটনার তদন্ত চলছে। 

বাদী পক্ষের সিনিয়র আইনজীবী রবিউল লেইছ রোকেস বলেন, ‘উজির মিয়ার ভাই বাদী হয়ে দুই পুলিশ কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করেছেন। আমরা আদালতের কাছে মামলা সুষ্ঠু নিরপেক্ষ তদন্ত ও পিবিআইএর তদন্ত দাবি করেছি।’ 

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু