হোম > সারা দেশ > সুনামগঞ্জ

কফিনের ঠিকানা বদলে যাওয়া আফসারের লাশ এল বাড়িতে

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ঠিকানা ভুলের কারণে চাঞ্চল্যের সৃষ্টি হওয়া গ্রিসপ্রবাসী আফসার মিয়ার (৪০) মরদেহ তাঁর স্বজনদের কাছে পৌঁছেছে। মৃত আফসার মিয়া দামোধরতপী গ্রামের মৃত জামসিদ আলীর বড় ছেলে। আফসার মিয়া স্ত্রী ও এক কন্যাসন্তান রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল সোমবার সন্ধ্যায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে স্বজনদের কাছে মরদেহ বুঝিয়ে দেওয়া হয়। আজ মঙ্গলবার ভোরে আফসার মিয়ার লাশ বাড়িতে এসে পৌঁছালে স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। তখন পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে। পরিবারেও চলে মাতম। পরে আজ সকাল ১০টায় দামোধরতপী মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরে তাঁর লাশ দাফন করা হয়।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, গ্রিসে মৃত্যুবরণকারী আফসার মিয়ার লাশ তাঁর বাড়িতে এসে পৌঁছেছে। আজ মঙ্গলবার সকাল ১০টায় গ্রামের কবরস্থানে মরদেহ সমাহিত করা হয়েছে।

উল্লেখ্য, আফসার মিয়া (৪০) দীর্ঘদিন ধরে গ্রিসে বৈধভাবে বসবাস করে আসছিলেন। লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ ফেব্রুয়ারি গ্রিসের অ্যাথেন্সের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। গত ১০ মার্চ আফসারের মরদেহ বাংলাদেশে আসার কথা ছিল।

সেদিন স্বজনেরা ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান লাশ আনতে। কফিনের গায়ে আফসার মিয়ার নাম দেখে শান্তিগঞ্জের পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী গ্রামের বাড়ি নিয়ে যান স্বজনেরা। কিন্তু বাড়িতে কফিন খুলে দেখা যায় মরদেহ অন্য কারও। দূতাবাসে খোঁজ নিয়ে জানা যায়, ওই লাশ মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীর জালাল মিয়ার। পরে সংশ্লিষ্ট থানার পুলিশের মাধ্যমে ঢাকার বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক জালাল মিয়ার লাশ ফেরত নেয়।

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব