হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে পৃথক ধর্ষণ মামলায় পাঁচজনকে যাবজ্জীবন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে পৃথক দুটি ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১২ সালের ৩১ আগস্ট সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একাদশ শ্রেণির শিক্ষার্থীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় আনোয়ার হোসেন খোকন, শয়ফুল্লাহ, সাইদুর রহমান ও শফিকুলকে যাবজ্জীবন কারাদণ্ড এক লাখ টাকা জরিমানা করা হয়। এই মামলার আরও তিন আসামি সেলিম, আনোয়ারুল আজিম আকাশ ও মাফিনুরের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের খালাস দেন আদালত। 

অন্যদিকে ২০১২ সালে ছাতক উপজেলার মোহনপুর গ্রামে ১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণের দায়ে ইকবাল হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই মামলায় অপহরণের দায়ে জয়নাল আবেদীনকে ১৪ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক। 

এ ছাড়া ২০২১ সালে জেলার দিরাই উপজেলায় চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টা মামলায় বাস চালক শহিদ মিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। এ মামলায় আরও দুজনকে খালাস দেওয়া হয়েছে। 

এমন রায়ে সন্তুষ্ট প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী নান্টু রায় বলেন, ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ থেকে অপরাধ কমে যাবে।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার