সুনামগঞ্জের মধ্যনগরে আমদানি নিষিদ্ধ ২৪ বস্তা ভারতীয় চিনিসহ ৫ জনকে আটক করেছে থানা-পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের বাঙ্গালভিটা মাঝেরছড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
আটকেরা হলেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মন্দিহাতা গ্রামের কুতুব উদ্দিন (২৮), ইসলাম নুর (৫৩), মোহাম্মদ আলী (৩৮), বিনোদপুর গ্রামের সম্রাট (২৪), মুদরাই গ্রামের সুরঞ্জন বর্মণ (২৫)। এ সময় ইঞ্জিনচালিত দুটি কাঠের নৌকা জব্দ করা হয়।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেন বলেন, ‘আটকদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হবে।’