হোম > সারা দেশ > সুনামগঞ্জ

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রী, আদালত অবমাননার অভিযোগে তরুণ গ্রেপ্তার

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি এবং হাইকোর্ট নিয়ে ফেসবুকে অবমাননাকর পোস্ট করার অভিযোগে লুৎফুর রহমান শাওন (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগেের এক নেতার করা মামলায় শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাওন ছাতক পৌরসভার গণক্ষাই গ্রামের কালা মিয়ার ছেলে। 

জানা যায়, ছাতক উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক মাহবুব আলম বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর (২০)। মামলায় তাঁর বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হাইকোর্টের ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট, 'রাষ্ট্রবিরোধী কয়েকটি ফেসবুকে গ্রুপ এবং পেজ' পরিচালনা করে গুঁজব ছড়ানোর অভিযোগ তোলা হয়। ফেসবুকে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আদালতকে জড়িয়ে অশালীন পোস্ট দিয়েছেন বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়। 

এ প্রসঙ্গে মামলার তদন্তকারী কর্মকর্তা ছাতক থানার এসআই নাজমুল শেখ বলেন, তদন্ত শেষে শুক্রবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান। 

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব