হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শাশুড়িকে বাঁচাতে গিয়ে স্রোতে ভেসে গেলেন অন্তঃসত্ত্বা গৃহবধূও

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের ধর্মপাশায় হাওরে গোসল করতে নেমে পানিতে ডুবে শাশুড়ি ও অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুরের দিকে উপজেলার মুগরাইন হাওরে এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন—ধর্মপাশা উপজেলা সদর ইউনিয়নের জানিয়ারচর গ্রামের রেজিয়া আক্তার (৪৫) ও তাঁর ছেলের বউ পিপাসা আক্তার (২১)। তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বেলা দইটার দিকে রেজিয়া আক্তার ও পিপাসা আক্তার দুজনেই বাড়ির পেছনে মুগরাইন হাওরে গোসল করতে যান। হঠাৎ স্রোতের ঢেউয়ে রেজিয়া আক্তার ভেসে যায়। এ সময় শাশুড়িকে উদ্ধারের চেষ্টা করেন পিপাসা আক্তার। তখন পিপাসাও স্রোতে ভেসে যায়। পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে স্থানীয়দের সহায়তায় জাল ফেলে অনেক খোঁজাখুঁজির পর দুজনের মরদেহ উদ্ধার করে।   

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব

যাদুকাটার বালু লুটের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

টাকা তুলতে না পেরে ব্যাংকে গ্রাহকের তালা

টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহক

আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী আটক

হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে বিভক্ত এলাকাবাসী