হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে আ.লীগ ও স্বতন্ত্র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার, বিএনপির ৩ নেতা বহিষ্কার 

সুনামগঞ্জ প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে প্রচারে অংশগ্রহণ করায় সুনামগঞ্জ জেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আজ মঙ্গলবার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল। 

বহিষ্কৃত তিনজন হলেন সিলেট জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া। 

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আইজিপির ছোট ভাই চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদের প্রচারণায় অংশগ্রহণ এবং লিফলেট বিতরণ করেছেন জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক রিনা তালুকদার, যা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড।

নূরুল ইসলাম আরও বলেন, সুনামগঞ্জ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের (কেটলি) পক্ষে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যুবদলের সহসাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া এবং সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুহিবুর রহমান মানিকের পক্ষে প্রচার-প্রচারণায় অংশগ্রহণ করেন ছাতক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামছু মিয়া। এ জন্য বিএনপি এবং তাদের পদস্থ দলীয় সংগঠন থেকে তাঁদের বহিষ্কার করা হয়েছে। 

তিনি আরও বলেন, সংগঠনের প্যাডের মাধ্যমে নিজ নিজ সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত পত্রে তাঁদের বহিষ্কারের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নুরুল আজকের পত্রিকাকে বলেন, ‘বিএনপি এই তামাশার নির্বাচন প্রত্যাখান করেছে, সেখানে আপনি (বহিষ্কৃত নেতারা) সংগঠনের কর্মী-নেতা হয়ে নির্বাচনকে সমর্থন দিয়ে নিজেদের পছন্দের প্রার্থীর প্রচারণা করে যাচ্ছেন, সেটি দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজ। তাই দলীয় সব নেতা-কর্মীকে এই ভোট বর্জন করে দলীয় সিদ্ধান্ত মানতে নির্দেশনা দেওয়া হচ্ছে।’

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু