হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে বাকি না দেওয়ায় দোকানে ভাঙচুর, আহত ২ 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বাকি না দেওয়ার এক দোকানে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে ওই দোকানের বাবা ও ছেলে আহত হয়েছেন। গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জগন্নাথপুর পৌরসভার হবিবপুর (কোনাপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় জগন্নাথপুর থানায় ওই দোকান মালিক কুহিনূর রহমান লিখিত অভিযোগ করেছেন। হামলায় দোকান মালিক কুহিনূর ও তাঁর বাবা আব্দুল সামাদকে (৬৫) আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। 

অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, হবিবপুর (কোনাপাড়া) এলাকায় সামাদ ভ্যারাইটিজ স্টোর নামক দোকানের মালিক কুহিনূর রহমানের সঙ্গে হবিবপুর (কিশোরপুর) এলাকার জাকওয়ান মিয়ার বাকি দেওয়া নিয়ে কথা-কাটাকাটি হয়। এক পর্যায় জাকওয়ানের বাবা ও ভাইসহ ৬-৭ জন দেশীয় অস্ত্র নিয়ে দোকানে হামলা চালান। এতে দোকানের বেশ কিছু জিনিসপত্র ভাঙচুর করা হয়। 
 
দোকান মালিক কুহিনূর আজকের পত্রিকাকে বলেন, ‘জাকাওয়ানের মাকে বাকি না দেওয়া তাঁরা বাপ-ছেলেরা মিলে আমার দোকানে হামলা চালায়। হামলাকারী দিলু মিয়া ও তাঁর ছেলে জাকওয়ান, জিন্নাহ, জইন, জিলাল আমার দোকানের লাখ টাকার মালামাল ভাঙচুরসহ ক্যাশে থাকা বিকাশের নগদ এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে যায়।’ 

ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন বলেন, ‘অপরাধী যেই হোক তাঁদের কোনো ছাড় দেওয়া হবে না। আমার ওয়ার্ডে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদকসহ কোনো ধরনের অপরাধের ঠাঁই আমি দেব না।’ 

এ ব্যাপারে জগন্নাথপুর থানার সহকারী উপপরিদর্শক ভোলা নাথ সাহা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। 

বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ