হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে প্রতিবন্ধী তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার, পুলিশের ধারণা ‘হত্যা’

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ পৌর শহরের হাজীপাড়া থেকে ফারজানা আক্তার (২২) নামের এক প্রতিবন্ধী তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় তরুণীর মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানান, ফারজানা আক্তার প্রতিবন্ধী ছিলেন। করোনায় তাঁর বাবা মারা যান। এরপর থেকে মা আছিয়া বেগম ফারজানার দেখভাল করতেন। 

এ বিষয়ে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু বলেন, ফারজানার মা আছিয়া বেগমেরও মানসিক সমস্যা রয়েছে। তিনি একাই মেয়েকে দেখাশোনা করতেন। ফারজানার দুই ভাই রয়েছে। তাঁরা তাঁদের সংসার নিয়ে অন্যত্র বসবাস করেন। 

সুনামগঞ্জ থানার পুলিশ সুপার মোহাম্মদ এহশান শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আজ সকালে আছিয়া বেগম তাঁর মেয়েকে জবাই করে হত্যা করেছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো যাবে। 

পুলিশ সুপার আরও বলেন, ঘটনার পরপরই তরুণীর মা আছিয়া বেগমকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার