হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জ মেডিকেলের ফটকে তালা ঝুলিয়ে অনির্দিষ্টকালের শাটডাউন

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জ মেডিকেল কলেজে দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। আজ সোমবার সকাল ৯টায় সুনামগঞ্জ মেডিকেল কলেজের প্রশাসনিক ও একাডেমি ভবনের ফটকে তালা দিয়ে রক্তাক্ত প্রতীকী অ্যাপ্রোন ঝুলিয়ে দেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

পরে ফটকের সামনে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা তাঁদের ওপর হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

আন্দোলনকারী কলেজের শিক্ষার্থী সাইদুল বলেন, ‘পর্যাপ্ত ওয়ার্ড–সুবিধা ও হাসপাতাল চালুর জন্য করণীয় বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ মন্ত্রণালয় থেকে দিতে হবে। আমাদের শিক্ষার্থীদের কর্মসূচিতে হামলার বিচারের পাশাপাশি দাবি না মানা পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি পালন করছি। দাবি না মানা পর্যন্ত তা চলবে।’

গতকাল সকালে দ্বিতীয় দিনের মতো পর্যাপ্ত ওয়ার্ড–সুবিধা প্রদান হাসপাতাল চালুর দাবিতে সিলেটের সুনামগঞ্জ সড়কের মদনপুর এলাকায় সড়ক অবরোধ করেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে ভোগান্তিতে পড়েন যাত্রীসাধারণ। পরে সেনাবাহিনী এসে অবরোধ তুলে নিতে অনুরোধ জানালেও শিক্ষার্থীরা তাঁদের অবরোধ কর্মসূচি অব্যাহত রাখেন।

একপর্যায়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর চড়াও হয় সেনাবাহিনী। সেনাবাহিনী লাঠিপেটা করলে সড়ক থেকে সরে দাঁড়ান মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। তবে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এর আগে ১৫ এপ্রিল থেকে ক্লাস বর্জন করে মানববন্ধন, স্মারকলিপি ও অবরোধ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মোস্তাক আহমেদ ভূঁইয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার