হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে ওরস থেকে ফেরার পথে সড়কে প্রাণ গেল ২ জনের

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অটোরিকশা। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। আজ শনিবার সকালে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কের আহসানমারা সেতু এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের দুর্লভপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে জমির আলী (৩৫) এবং একই গ্রামের ফিরোজ আলীর ছেলে আলীনুর (৪০)। আহত দুজন একই ইউনিয়নের আকিলপুর গ্রামের সমর পালের ছেলে জনিক পাল (২২) ও সাদকপুর গ্রামের আবু সাঈদের ছেলে সুমেন (২৯)। তাঁরা ওরস থেকে বাড়ি ফিরছিলেন।

পুলিশ ও নিহতের স্বজনেরা জানান, সিলেটের গোয়ালাবাজারের ইসকপুর ওরস থেকে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তাঁরা। পথে আহসানমারা সেতু এলাকায় বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জানতে চাইলে জয়কলস হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রশিদ সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি আমাদের হেফাজতে রয়েছে। তবে বাসচালক পালিয়ে গেছেন। তাঁকে ধরার চেষ্টা চলছে।’

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত