হোম > সারা দেশ > সুনামগঞ্জ

২ কোটির বেশি বকেয়া, আ. লীগ নেতার ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ

সুনামগঞ্জ প্রতিনিধি

২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়ার দায়ে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল হুদা মুকুটের সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। আজ বুধবার সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কর্মকর্তারা গিয়ে ফিলিং স্টেশনটি বন্ধ করে দেন।

এতে নেতৃত্ব দেন সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিজিএম) মীর মোশারফ হোসেন। সঙ্গে ছিলেন প্রতিষ্ঠানের ডিজিএম জিল্লুর রহমান ও সুনামগঞ্জের ব্যবস্থাপক শফিকুল হক।

সূত্রে জানা যায়, সুনামগঞ্জের সিনথিয়া সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষকে বারবার বকেয়া প্রদানের জন্য তাগাদা দেওয়া হলেও প্রতিষ্ঠানটি ২ কোটি ৩৭ লাখ টাকা বকেয়া বিল পরিশোধ করেনি। ফিলিং স্টেশনটির মালিক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট। তিনি ৫ আগস্ট সরকার পতনের পর থেকে গা ঢাকা দেন।

এ বিষয়ে সিলেট জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম কোম্পানির সুনামগঞ্জের আবাসিক ব্যবস্থাপক শফিকুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বকেয়া থাকায় এই সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হয়েছে, তবে জ্বালানি তেল সরবরাহ থাকবে।’

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব

যাদুকাটার বালু লুটের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা