হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জগন্নাথপুরে ২৫ বস্তা ভারতীয় পেঁয়াজসহ ব্যবসায়ী গ্রেপ্তার

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে শুল্ক ফাঁকি দেওয়ার অভিযোগে ২৫ বস্তা ভারতীয় পেঁয়াজসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলা সদরের নদীর পাড় এলাকায় এই ঘটনা ঘটে। পরে আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

গ্রেপ্তার ব্যবসায়ী হলেন হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের খাগাউড়া গ্রামের মৃত ধীরেন্দ্র রায়ের ছেলে শংকর রায় (৩৮)। 

বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গতকাল রাতে জগন্নাথপুর সদরের নদীর পাড় এলাকা থেকে সরকারি শুল্ক কর ফাঁকি দেওয়া ভারতীয় পেঁয়াজবোঝাই একটি মিনিট্রাক আটক করা হয়।’ 

ওসি আরও বলেন, ‘ট্রাকটিতে ২৫ বস্তায় ১ হাজার কেজি পেঁয়াজ পাওয়া যায়। পরে ওই পেঁয়াজের মালিক শংকরকে গ্রেপ্তার করা হয়। শংকর অনেক দিন ধরে জগন্নাথপুর বাজারে ভূষিমালের ব্যবসার আড়ালে চোরাচালানের সঙ্গে জড়িত। এর আগে তাঁকে ভারতীয় চিনিসহ গ্রেপ্তার করা হয়।’ 

এই ঘটনায় আজ শুক্রবার জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুদ্দিন ভূঁইয়া বাদী হয়ে ওই ব্যবসারীর বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরে আসামিকে সুনামগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু