হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ ও হোস্টেল সুপারের অপসারণ দাবিতে আলটিমেটাম

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোজিত মজুমদার ও হোস্টেল সুপার ডা. শান্তনু দাসকে ৪৮ ঘণ্টার মধ্যে পদত্যাগ ও অপসারণের দাবি তুলেছেন কলেজের শিক্ষার্থীরা। 

আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার পর থেকেই কলেজের সব প্রকার প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে অধ্যক্ষের অনভিজ্ঞতা, অদক্ষতা, দায়িত্বহীনতা ও সিদ্ধান্ত নেওয়ার অক্ষমতা বারবার পরিলক্ষিত হয়েছে।

তাঁরা বলেন, ‘আমরা সাধারণ শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ শুরু থেকেই সমর্থন জানিয়েছি এবং এতে অংশগ্রহণ অব্যাহত রেখেছি; কিন্তু মেডিকেল কলেজের অধ্যক্ষ, অধ্যাপক ও হোস্টেল সুপার শুরু থেকেই তাঁদের ফ্যাসিবাদী রাজনৈতিক মতাদর্শের জন্য আন্দোলন চলাকালীন শিক্ষার্থীদের হোস্টেল ত্যাগ করতে বাধ্য করেছেন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা প্রদানে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন। এমনকি কলেজের অভ্যন্তরীণ বিভিন্ন রাজনৈতিক অপকর্মে লিপ্ত হয়েছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে ৯ দফা দাবি জানানো হলেও তাঁরা সেটি অগ্রাহ্য করেন। 

‘তাই আমরা সাধারণ শিক্ষার্থীরা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এই ফ্যাসিবাদী রাজনৈতিক মতাদর্শী অধ্যক্ষ অধ্যাপক ডা. মনোজিত মজুমদারের স্বেচ্ছায় পদত্যাগ ও ডা. শান্তনু দাসকে অত্র মেডিকেল কলেজ থেকে অপসারণের দাবি করছি। অন্যথায় কলেজ এবং সব ধরনের অফিস কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।’ 

নাম প্রকাশ না করার শর্তে এক মেডিকেল শিক্ষার্থী বলেন, ‘আমরা প্রথম থেকেই অধক্ষ্যের অবেলার স্বীকার। তিনি মাত্র দুই দিন কলেজে আসতেন আর লিয়াজোঁ মেনটেইন করতে সরকার দলের মন্ত্রীর সঙ্গে। তিনি আমাদের ওয়ার্ডের ক্লাস ঠিকমতোও করার সুযোগ দেননি। আমি বর্তমানে তৃতীয় বর্ষের ছাত্র। কিন্তু ওয়ার্ডে যে ধরনের ক্লাস করার কথা, আমরা সেটি করতে পারি নাই। একই সঙ্গে বর্তমান অধ্যক্ষ মনোজিত মজুমদার বিভিন্ন খাতের টাকা আত্মসাৎ করেছেন।’ 

তিনি আরও বলেন, ‘একটি কৌশল তিনি সব সময় অবলম্বন করতেন; বরাদ্দ ১ লাখ টাকা হলে তিনি অর্ধেকের ওপর টাকা রেখে বাকিগুলো সরকারি কোষাগারের আবার ফেরত দিয়ে দিতেন। একই সঙ্গে তিনি প্রশাসনিক কাজে পুরোপুরি ব্যর্থ হয়েছেন। আমরা হোস্টেলে তেমন কোনো সুবিধা পাচ্ছি না। একটি বাতি নষ্ট হলেও সেটা আমাদের নিজেদের কিনে আনতে হয়।’

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার