হোম > সারা দেশ > সুনামগঞ্জ

মধ্যনগরে ২টি অবৈধ স্থাপনা উচ্ছেদ

মধ্যনগর ও ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি

মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার লঞ্চঘাটসংলগ্ন এলাকায় সরকারি জমি থেকে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ছবি: আজকের পত্রিকা

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মধ্যনগর বাজার লঞ্চঘাটসংলগ্ন এলাকায় সরকারি জমি থেকে দুটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সুনামগঞ্জ জেলা প্রশাসকের নির্দেশনায় আজ সোমবার (১৬ জুন) অভিযানে নেতৃত্ব দেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়।

জানা যায়, প্রায় ১৫ বছর আগে মধ্যনগর মৌজার ০.০৩২৫ একর খাসজমি অবৈধভাবে দখল করে স্থানীয় নয়ন মোড়ল ও আশিলা খানম নামের দুই ব্যক্তি। পরবর্তী সময় আধা পাকা স্থাপনা নির্মাণ করেন। বিষয়টি নজরে এলে মধ্যনগর উপজেলা প্রশাসনের নির্দেশে সংশ্লিষ্ট ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা অবৈধ দখলদারদের একাধিকবার মৌখিকভাবে সতর্ক করেন। কিন্তু তাতে কর্ণপাত না করায় উপজেলা প্রশাসন অবৈধ দখলদারকে কারণ দর্শানোর নোটিশ দেয়। তাতেও ফল হয়নি। পরে উপজেলা প্রশাসন অবৈধ দখল উচ্ছেদ প্রস্তাব পাঠালে জেলা প্রশাসন বিধি মোতাবেক অনুমোদন দেন।

আজ সোমবার খাসজমি থেকে নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়ে সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়। এর আগে গত বছর ২৮ নভেম্বর ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানের বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় আজকের পত্রিকাকে বলেন, ‘পর্যায়ক্রমে সব দখলকৃত খাসজমি উদ্ধার করা হবে।’

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব

যাদুকাটার বালু লুটের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা

টাকা তুলতে না পেরে ব্যাংকে গ্রাহকের তালা

টাকা তুলতে না পেরে ব্যাংকে তালা ঝুলিয়ে দিলেন গ্রাহক

আদালত চত্বরে নারীকে ছুরিকাঘাতে হত্যা, প্রাক্তন স্বামী আটক

হাওরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিয়ে বিভক্ত এলাকাবাসী