হোম > সারা দেশ > সুনামগঞ্জ

উচ্চ আদালতের নির্দেশে বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে এমপির ছবি অপসারণ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের মধ্যনগরে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে স্থানীয় সংসদ সদস্য ও পার্শ্ববর্তী ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যানের ছবি অপসারণ করা হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে গতকাল বুধবার বিকেলে পুলিশের সহযোগিতায় উপজেলা প্রশাসন ওই ছবি অপসারণ করে।

অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ হাসান খান। তিনি জানান, মধ্যনগর উপজেলা প্রশাসনিক ভবন চত্বরে নির্মাণাধীন ম্যুরালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি থাকার কথা। কিন্তু নকশা পরিবর্তন করে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন ও তাঁর ছোট ভাই ধর্মপাশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকনের ছবি যুক্ত করা হয়। 

প্রায় ১০ লাখ টাকা বরাদ্দে নির্মাণাধীন ম্যুরালের এক পাশে ওই ছবি যুক্ত করায় গত ২৬ ডিসেম্বর উচ্চ আদালতে রিট করেন মধ্যনগর উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আহেমদ। ওই রিটের পরিপ্রেক্ষিতে ৮ জানুয়ারি বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের ছবি অপসারণের নির্দেশ দেন বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।

ওই নির্দেশের অনুলিপি উচ্চ আদালত থেকে গত রোববার বিকেলে ধর্মপাশা ও মধ্যনগরের ইউএনওর কার্যালয়ে এসে পৌঁছায়। এরপর গতকাল বুধবার বিকেলে ইউএনওর নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ম্যুরাল থেকে সংসদ সদস্য ও তাঁর ভাইয়ের ছবি অপসারণ করে।

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব