হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে একই স্থানে ৮ ঘণ্টার ব্যবধানে ফের দুর্ঘটনা, আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে একটি দুর্ঘটনার ৮ ঘণ্টার ব্যবধানে একই স্থানে আবারও দুর্ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও নামক স্থানে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৫ জন।

প্রাথমিকভাবে খাদে পড়া বাসের যাত্রীদের উদ্ধার শুরু করে স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌঁছে উদ্ধারকাজ চালায়। এসব তথ্য নিশ্চিত করেছেন সদর সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী।

প্রত্যক্ষদর্শী ফুয়াদ মণি বলেন, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস সুনামগঞ্জে প্রবেশ করতে চাইলে হালুয়ার ঘাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। সড়ক দিয়ে হাওর থেকে মাটি আনা হয়। এই মাটি রাস্তায় পড়ে। বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যাওয়ায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে অনেকেই আহত হয়েছেন। তবে বড় কিছু হয়নি। 

দুর্ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, ‘দুর্ঘটনায় খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসর লোক পাঠিয়েছি। গুরুতর কোনো হতাহতের খবর পাইনি।’

এর আগে মঙ্গলবার সকাল ১০টার দিকে একই স্থানে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়। অটোরিকশাচালক ও এক যাত্রীকে প্রথমে সুনামগঞ্জ সদর হাসপাতালে ও পরে সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়।

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব