হোম > সারা দেশ > সুনামগঞ্জ

শাল্লায় রোদে দাঁড়িয়ে ক্লাস করছে শিক্ষার্থীরা

প্রতিনিধি, শাল্লা, সুনামগঞ্জ (সিলেট) 

করোনাকালীন সময় কাটিয়ে দীর্ঘ দেড় বছর পর আজ রোববার দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে। আনন্দ উচ্ছ্বাসে শিক্ষার্থীরা বিদ্যালয়ে গেলেও পাঠদানের জন্য নেই শ্রেণি কক্ষ ও বসার সরঞ্জাম। তাই বাধ্য হয়ে তীব্র রোদের মধ্যে দাঁড়িয়ে আকাশের নিচে ক্লাস করেছে শাল্লা উপজেলার শাহ আরফিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

এতে তাদের শিক্ষা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে বলে জানিয়েছে উপস্থিত শিক্ষার্থীরা। তবে আজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল বলে জানা গেছে। গত বছর বিদ্যালয়ের ভবন নির্মাণের কাজ শুরু হলেও কাজের ধীর গতি থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে শিক্ষার্থীসহ শিক্ষকদের। 

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত বছর করোনাকালীন সময়ে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের কাজ শুরু হয়। কিন্তু শুরু থেকেই কাজের ধীর গতি রয়েছে। তাই এখনো পর্যন্ত বিদ্যালয়ের বেজ তৈরি করতে পারেনি ঠিকাদার। যার ফলে দীর্ঘ ছুটি কাটিয়ে বিদ্যালয় খোলা হলেও শিক্ষার্থীদের ক্লাসের জন্য কোনো কক্ষ নেই। 

সরেজমিনে শাহ আরফিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, তৃতীয় ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা রোদের মধ্যে দাঁড়িয়ে আছে। সামনে একটি চেয়ারে শিক্ষকেরা বসে রয়েছেন। 

দাঁড়িয়ে থাকার বিষয়টি জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালী মজুমদার বলেন, বিদ্যালয়ের নতুন ভবনের কাজ চলছে। কোনো কক্ষ না থাকায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস করাতে হচ্ছে শিক্ষার্থীদের। তবে বিষয়টি বিদ্যালয়ের সভাপতিকে অবগত করেছি। পাশাপাশি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও জানানো হয়েছে। 

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জুয়েল মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, বিদ্যালয়ে থাকা আগের বেঞ্চগুলো পাশের একটি বাড়িতে রাখা হয়েছে। তবে দেড় বছর পর বিদ্যালয় খোলার নির্দেশ দেওয়ার পরপরই উপজেলা শিক্ষা কর্মকর্তাকে পাঠদানের বিষয়টি জানানো হয়েছে। তিনি আশ্বাস দিয়েছেন শিক্ষার্থীদের জন্য পাঠদানের ব্যবস্থা করা হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করা হয়নি। 

উপজেলা শিক্ষা কর্মকর্তা দ্বীন মোহাম্মদ জানান, গত দুই সপ্তাহ আগেই বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানানো হয়েছে পাশে থাকা লোকনাথ মন্দিরের ছায়া ঘরে ক্লাস নেওয়ার কথা। তবে এখানে ক্লাস না নিয়ে শিক্ষার্থীদের রোদের মধ্যে দাঁড় করিয়ে ক্লাস নেওয়ার বিষয়টি দুঃখজনক। 

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু