হোম > সারা দেশ > সুনামগঞ্জ

হাওরের জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় কর্মসংস্থান গড়ে তুলতে হবে: প্রিন্স

বিশেষ প্রতিবেদন, ঢাকা

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেছেন, ‘এমপিতন্ত্রের হাত থেকে মুক্তি, স্বচ্ছতা, জবাবদিহি, জনগণের অংশগ্রহণ নিশ্চিত করে দক্ষ ও দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার ব্যবস্থা গড়ে তুলতে হবে। সারা দেশকে অগ্রসর করতে গ্রাম অভিমুখী উন্নয়ন কর্মসূচি ঢেলে সাজাতে হবে। যার কেন্দ্রবিন্দু হবে পরিবেশবান্ধব সামাজিক উন্নয়ন।’

আজ রোববার দুপুরে নিত্যপণ্যের অব্যাহত মূল্যবৃদ্ধির প্রতিবাদে সুনামগঞ্জের মধ্যনগর বাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন সিপিবির সাধারণ সম্পাদক।

রুহিন হোসেন প্রিন্স আরও বলেন, ‘হাওরের জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় কর্মসংস্থান গড়ে তুলতে হবে। যাদের উৎপাদিত খাদ্যে সমৃদ্ধ হয়ে আমরা উন্নয়নের গল্প হাজির করি, আজ তারা থাকছেন অবহেলিত। এই গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বিদ্যুৎ সুবিধাসহ ভবিষ্যতের সর্বজনীন পেনশন নিশ্চিত করতে হবে।’

উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি জয়কৃষ্ণ সরকার কলির সভাপতিত্বে ও যুব কমিউনিস্ট নেতা শাহজাহান কবিরের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, খেতমজুর সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক অর্ণব সরকার, উপজেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, মোহনগঞ্জ উপজেলা কমিউনিস্ট পার্টির সদস্য চয়ন কান্তি দাস, নান্টু সরকার প্রমুখ।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার