জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
গতকাল বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয়ভাবে দলীয় প্রার্থী হিসেবে সিলেট মহানগরীর পেশাজীবী শাখার আমির ও সিলেট জজ আদালতের এপিপি অ্যাডভোকেট ইয়াসিন খানের নাম ঘোষণা করা হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা লুৎফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জগন্নাথপুর পৌর জামায়াতের সভাপতি আ হ ম ওয়ালীউল্লাহ বলেন, যোগ্যতাসম্পন্ন প্রার্থীকে ভোটের মাধ্যমে বিজয়ী করতে আমরা মাঠে কাজ করছি।