সম্প্রসারণ কাজের জন্য শনিবার (১২ জুলাই) সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। আজ বৃহস্পতিবার সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাসেল আহমাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য আগামী শনিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৩২/৩৩ কেভি সুনামগঞ্জ গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস (পিডিবি অংশ) শাটডাউন গ্রহণ করা হবে।
ওই দিন ৩৩ কেভি সুনামগঞ্জ ফিডার ও ৩৩ কেভি দিরাই ফিডারের এক্সটেনশন কাজের জন্য সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতাধীন সব এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।