হোম > সারা দেশ > সুনামগঞ্জ

রাণীগঞ্জ সেতুতে ৩২ ঘণ্টায় ৯৭ হাজার টাকা টোল আদায়

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জগন্নাথপুরে রাণীগঞ্জ সেতু উদ্বোধনের পর ৩২ ঘণ্টায় ৯৭ হাজার ৭৯৭ টাকার টোল আদায় হয়েছে। গত সোমবার রাত ১টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ১৮০ গাড়ি থেকে এই টোল আদায় করা হয়। 

টোল কর্তৃপক্ষ জানায়, সেতু উদ্বোধনের পর প্রথম দিনে ৭৫ হাজার ২৩৭ টাকা টোল আদায় করা হয়। এখন পর্যন্ত ৩২ ঘণ্টায় সেতুর দক্ষিণ প্রান্তে ৯৪১টি গাড়ি থেকে ৫৪ হাজার ৬০ টাকা আয় হয়েছে। উত্তর প্রান্তে ৬৭৪টি গাড়ি থেকে টোল আদায় করা হয়েছে ৪৩ হাজার ৭৩৭ টাকা। 

টোল প্লাজায় দায়িত্বরত ম্যানেজার আব্দুল কুদ্দুস তালুকদার বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকা বলেন, সেতুটি উদ্বোধনের পর থেকে যেসব গাড়ি চলাচল করেছে তার ৫০ শতাংশই মোটরসাইকেল ও ছোট গাড়ি। সেই তুলনায় বড় যানবাহন অনেকটাই কম। ফলে চারটি কাউন্টারের মধ্যে দুটি চালু রাখা হয়েছে। যানবাহন চলাচল বাড়লে বন্ধ থাকা অপর দুই কাউন্টারও চালু করা হবে। 

অন্যদিকে, চলাচল শুরু হওয়ার পর থেকেই বেপরোয়া গতির মোটরসাইকেলের কারণে বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে। এরই মধ্যে দুটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে টোল আদায়ের দুটি ব্যারিকেড ভেঙে ফেলেছে। 

উল্লেখ্য, গত সোমবার কুশিয়ারা সেতুর ওপর নির্মিত সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনের পর প্রথম যাত্রী হিসেবে টোল দিয়ে রাণীগঞ্জ সেতু পার হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। পরে সারা দিন বিনা টোলে যানবাহন চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়েছিল। এরপর রাত ১টা থেকে টোল আদায় শুরু হয়।

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু