হোম > সারা দেশ > সুনামগঞ্জ

পুকুর থেকে বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলায় অমই দাস (৪৫) নামে এক বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা।

মৃত অমই দাস পশ্চিম পাগলার ব্রাহ্মণগাঁও (রথপাড়া) গ্রামের মৃত ক্ষিতিশ দাসের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুদ্ধিপ্রতিবন্ধী অমই দাসের সঙ্গে এলাকার প্রত্যেকের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি ব্রাহ্মণগাঁও এলাকার অগ্রণী ফিশারিজের কাছে পুকুরে গরুর জন্য ঘাস কাটতে যান। সকাল ১০টার দিকে তাঁর মরদেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। এ সময় অমই দাসের বাঁ পায়ের আঙুলে ক্ষত ছিল এবং সেখান থেকে রক্ত ঝরতে দেখা যায়। একই সঙ্গে মরদেহের মুখ দিয়ে ফেনা বের হচ্ছিল। পরে শান্তিগঞ্জ থানার পুলিশে খবর দিলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদ চৌধুরী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে আসেন এবং মরদেহ উদ্ধার করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে বা সাপের কামড়ে মারা গেছেন তিনি।

ওসি খালেদ চৌধুরী বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’ 

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু