হোম > সারা দেশ > সুনামগঞ্জ

প্রার্থীর পক্ষে টাকা বিতরণের অভিযোগ, প্রিসাইডিং কর্মকর্তাসহ আটক ৪ 

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদ নির্বাচনে অবনী মোহন দাস (ঘোড়া প্রতীক) নামে এক প্রার্থীর পক্ষে প্রচারণা ও টাকা বিতরণের অভিযোগে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তাসহ চারজনকে আটক করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার রাতে ৪ নম্বর শাল্লা ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের কেন্দ্রের সামনে টাকা বিতরণ ও প্রার্থীর পক্ষে প্রচারণার চালানোর সময় ওই কর্মকর্তা ও তাঁর সহযোগী তিনজনকে আটক করেন স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ এসে তাঁদের আটক করে থানায় নিয়ে যায়। 

আটক ব্যক্তিরা হলেন উপজেলার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাস। বাকি তিনজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। 

জানা গেছে, মঙ্গলবার শাল্লার কান্দিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রিসাইডিং অফিসার দায়িত্ব পান অপু রঞ্জন দাস। তিনি এই কেন্দ্রে আসার পর থেকে চব্বিশা গ্রামের ভোটারদের ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য নানাভাবে প্রচারণা চালান। পরে রাত বাড়ার সঙ্গে সঙ্গে ওই প্রিসাইডিং অফিসারসহ চারজন চব্বিশা কেন্দ্রের সামনে ঘোড়া প্রতীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের টাকা বিতরণ করেন। গ্রামবাসী বিষয়টি বুঝতে পেরে তাঁকে আটক করে খবর দিলে পুলিশ এসে নিয়ে যায়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘোড়া প্রতীকের পক্ষে টাকা বিতরণের অভিযোগ সহকারী প্রিসাইডিং অফিসার অপু রঞ্জন দাসসহ চারজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ 

সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আলমগীর হোসেন বলেন, ‘এ ঘটনায় চব্বিশা গ্রামে কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করা হয়েছে। চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের জন্য এজাহার তৈরি করা হচ্ছে। নির্বাচনে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। যেখানে অনিয়ম হবে সেখানেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লোকজন তৎপর রয়েছে।’

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু