হোম > সারা দেশ > সুনামগঞ্জ

সুনামগঞ্জে জমি নিয়ে দ্বন্দ্বে দুই গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের দিরাইয়ে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় গ্রামের অন্তত ৪০ জন আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার দুপুরে ২টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধ হারুন মিয়া (৬০) রফিনগর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় কৃষক ছিলেন। 

দুই গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালের দিকে রফিনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান রেজুয়ান ও মির্জাপুর ইউপির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীরের মধ্যে সরকারি খাস জমি নিয়ে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। আজ সকালে দুই গ্রামের মধ্যে থাকা ওই জমির ডোবায় রফিনগর গ্রামের এক বাসিন্দা খড়কুটো ফেলতে যান। এ সময় মির্জাপুর গ্রামের বাসিন্দারা বাধা দেন। ওই স্থানে দুই গ্রামের চার থেকে পাঁচজনের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুপুরে দেশীয় অস্ত্র নিয়ে উভয় গ্রামের শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় ৪০ জন আহত ও একজন নিহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, জমি সংক্রান্ত জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে একজন নিহত হয়েছে। দুই গ্রামের মধ্যে অতিরিক্ত  পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনো থানায় মামলা হয়নি।

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি