হোম > সারা দেশ > সুনামগঞ্জ

চাঁদাবাজি নিয়ে ব্যবসায়ী ও জমিয়ত নেতার পাল্টাপাল্টি অভিযোগ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি  

ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে চাঁদাবাজির অভিযোগে জমিয়ত ও জায়ামাতের দুই নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। অন্যদিকে মিথ্যা চাঁদা দাবি ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দিতে পাল্টা থানায় গেছেন জমিয়ত নেতা।

গতকাল শুক্রবার জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে অভিযোগ তুলে জমিয়ত ও জামায়াতের দুই নেতার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাঁরা হলেন বাংলাদেশে জমিয়ত জগন্নাথপুর পৌর শাখা সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর বাজার পরিচালনা কমিটির সহসাধারণ সম্পাদক লিটন মিয়া এবং তাঁর শ্যালক চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন জামায়াতের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ছাত্রশিশিবের সভাপতি রেজাউল কমির রিপন।

এদিকে, আজ শনিবার মিথ্যা চাঁদা দাবি ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা অভিযোগে শ্যামল কান্ত গোপের বিরুদ্ধে লিটন মিয়াও থানায় লিখিত অভিযোগ করেন। ওই অভিযোগপত্র জগন্নাথপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমেদ ও তাঁর ছোট ভাই পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম খেজরের বিরুদ্ধে ফেসবুকে মানহানিকর অপপ্রচারের অভিযোগ আনেন লিটন মিয়া।

ব্যবসায়ী শ্যামল কান্ত গোপ বলেন, ‘আমি সংখ্যালঘু সম্প্রদায়ের লোক হওয়ায় লিটন মিয়া ও তাঁর শ্যালক প্রায় সময় আমাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার ভয়ভীতি দেখাতেন। একপর্যায়ে তাঁদের ১০ হাজার টাকা চাঁদাও দিয়েছি। পরবর্তী সময় গত ৩ জুন তাঁরা আমার কাছে আরও এক লাখ টাকা চাঁদা দাবি করেন, কিন্তু আমি দিইনি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।’

পাল্টাপাল্টি অভিযোগের কপি। ছবি: সংগৃহীত

অন্যদিকে লিটন মিয়া বলেন, ‘আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। যার কোনো প্রমাণ সে দেখাতে পারবে না। সে আওয়ামী লীগের অর্থ জোগানদাতা। ব্যবসার আড়ালে সে আওয়ামী লীগের অ্যাজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রাখছে।’ তিনি বলেন, ‘সে আমাদের অনেক বাদ (অন্যায়) কাজ করতে বলেছিল। যা আমরা করিনি। তাই সে মিথ্যা অভিযোগ করেছে। এ ছাড়া এসব মিথ্যা অভিযোগ বিএনপি নেতারা ফেসবুকে ছড়িয়েছে। এতে আমাদের পরিবারের মানহানিসহ রাজনৈতিক দল জমিয়ত ও জামায়াতের সম্মানহানি হয়েছে।’

এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ ইমতিয়াজ ভূঞা বলেন, ‘উভয় পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তকাজ চলছে। আইন সবার জন্য সমান। যে-ই অপরাধী হোক না কেন, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ