হোম > সারা দেশ > সুনামগঞ্জ

জাদুকাটা নদীতে নৌকা ডুবে মাঝি নিখোঁজ

প্রতিনিধি

তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী নদী জাদুকাটা ঝড়ের কবলে পড়ে নৌকাডুবির ঘটনা ঘটেছে। নৌকাটির মাঝি এখনো নিখোঁজ রয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ সোমবার সকাল ৮টায় উত্তর বড়দল ইউনিয়নের বারিক টিলা–সংলগ্ন জাদুকাটা নদীতে এ ঘটনা ঘটেছে।

নিখোঁজ মাঝির নাম হারিছ মিয়া (২৬)। তিনি উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের বড়গোফ টিলার মৃত নুর ইসলামের ছেলে ও বড়গোফ টিলা খেয়া নৌকার মাঝি। নৌকায় থাকা তিন যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করেন। তাঁরা হলেন বড়গোফ টিলা গ্রামের আলফাত আলীর ছেলে আ ছত্তার (৩৫), মৃত ফজলুল হকের ছেলে রহিছ মিয়া (৩৫) ও মৃত জবর আলীর ছেলে মফিজ মিয়া (৪৫)। সোমবার সকালে হঠাৎ করে বৃষ্টি ও ঝড়ের কবলে পড়ে নৌকাটি পানির নিচে তলিয়ে যায়।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল লতিফ তরফদার হারিছ মিয়ার নিখোঁজ হওয়ার সত্যতা নিশ্চিত করে জানান, হারিছের খোঁজে তাঁর স্বজনদের পাশাপাশি পুলিশের একটি দলও ঘটনাস্থলে রয়েছে। সেই সঙ্গে পার্শ্ববর্তী উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকেও উদ্ধার তৎপরতা চালানোর জন্য বলা হয়েছে।

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার