হোম > সারা দেশ > সুনামগঞ্জ

আবারও বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি শুরু

প্রতিনিধি, তাহিরপুর (সুনামগঞ্জ)

করোনার কারণে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা বড়ছড়া ও বাগলী শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারও চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সীমান্তের দুটি শুল্কস্টেশন দিয়ে চুনাপাথর আমদানি কার্যক্রম শুরু হয়। 

তাহিরপুর কয়লা ও চুনাপাথর আমদানিকারক সমিতির সভাপতি আলখাছ উদ্দিন খন্দকার এ তথ্য নিশ্চিত করে বলেন, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন সিদ্ধান্তক্রমে আবারও চুনাপাথর আমদানি শুরু হয়েছে। 

বাগলী আমদানিকারক সমিতির সভাপতি ডা. মনির হোসেন বলেন, আমদানি না থাকায় সীমান্ত এলাকার ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে হতাশায় ছিলেন। নতুন করে চুনাপাথর আমদানি শুরু হওয়ায় ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে। 

বড়ছড়া কাস্টমস অফিস থেকে জানা যায়, প্রথম দিনে বড়ছড়া শুল্কস্টেশন থেকে ২২টি ট্রাক দিয়ে ২৫২ মেট্রিক টন এবং বাগলী দিয়ে ১১টি ট্রাক দিয়ে ১৩২ মেট্রিক টন চুনাপাথর বাংলাদেশে প্রবেশ করেছে। পরে এখানকার ব্যবসায়ীরা চুনাপাথরগুলো গ্রহণ করে।

উল্লেখ্য, ভারতে করোনা পরিস্থিতি জটিল ও বাংলাদেশে লকডাউনের কারণে গত ১ মে থেকে বড়ছড়া-চারাগাঁও ও বাগলী শুল্কস্টেশন দিয়ে কয়লা ও চুনাপাথর আমদানি বন্ধ হয়ে যায়। এতে বেকায়দায় পড়েন এখানকার কয়লা ও চুনাপাথর ব্যবসায়ীসহ একাজের সঙ্গে জড়িত শ্রমিকেরা।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব

যাদুকাটার বালু লুটের ঘটনায় ৮১ জনের বিরুদ্ধে মামলা