হোম > সারা দেশ > সুনামগঞ্জ

অভাবের সংসার তার ওপর দৃষ্টি হারানোর কষ্ট, বৃদ্ধের আত্মহত্যা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া (৬০) নামের এক বৃদ্ধ।

আজ সোমবার সন্ধ্যায় তাঁর মরদেহ উদ্ধার করে জামালগঞ্জ থানা পুলিশ। তিনি উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের উত্তর কামলাবাজ গ্রামের বাসিন্দা।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, অজুদ মিয়া দীর্ঘদিন যাবৎ ঘরবন্দী ছিলেন। এক সময় বিভিন্ন কাজকর্ম করে কোনোরকম সংসার চালাতেন। কয়েক বছর আগে চোখে সমস্যা দেখা দেয়। ধীরে ধীরে দৃষ্টিশক্তি হারান। আর কাজকর্ম করতে পারছিলেন। ফলে সংসারে নেমে আসে চরম অনটন। দৃষ্টি হারানোর পর থেকেই তিনি বাড়ির বাইরে যেতেন না।

পাঁচ সন্তানের জনক অজুদ মিয়া। দুই মেয়ের বিয়ে দিয়েছেন। এক মেয়ে ও ছোট দুই ছেলে আর স্ত্রীকে নিয়ে সংসার। স্ত্রী বাসাবাড়িতে ঝিয়ের কাজ করে সংসার চালাতেন। আজ বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ ঘরে গামছা দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

পরিবারের সদস্যরা ঘরের ভেতরে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার শুরু করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জামালগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন অজুদ মিয়া নামে এক ব্যক্তি। মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

হাওরের ফসল: বাঁধে ভাঙন কম, রক্ষায় তবু বেড়েছে বরাদ্দ

সুনামগঞ্জ-৩ আসন: স্বজনদের টাকায় নির্বাচনী ব্যয়

হাওর রক্ষা বাঁধের কাজে ধীরগতি, শঙ্কায় কৃষক

হাসন রাজার ১৭১তম জন্মদিন আজ

অটোরিকশার স্ট্যান্ড ও ভাড়া নির্ধারণ নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৩০

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ