হোম > সারা দেশ > সুনামগঞ্জ

তাহিরপুরে নদীপথে চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করেছেন নৌশ্রমিকেরা

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে চাঁদাবাজি বন্ধের দাবিতে নৌপরিবহন ধর্মঘট ও মানববন্ধন করেছেন নৌশ্রমিকেরা। গতকাল রোববার দুপুরে এ মানববন্ধন করেন ভুক্তভোগী শ্রমিকেরা। 

মানববন্ধনে বক্তারা বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিআইডব্লিউটিএর ইজারাদার আশরাফুজ্জামান রনি ও স্থানীয় সাবেক ইউপি সদস্য আব্দুল হকের নেতৃত্বে প্রতিটি নৌযান থেকে ২-৮ হাজার টাকা করে অবৈধভাবে চাঁদা আদায় করা হচ্ছে। তাঁদের চাহিদা মতো চাঁদা না দিলে নৌশ্রমিকদের মারপিট করে আহত করার অনেক প্রমাণও রয়েছে। 

বক্তারা আরও বলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ও নদীপথে অবৈধ চাঁদাবাজি বন্ধের দাবি জানাচ্ছি। অন্যতায় নৌপরিবহন শ্রমিকেরা অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট করবেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ তরফদার চাঁদাবাজির অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, হাইকোর্টের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ইজারাদার ও তাঁর লোকজনের চাঁদাবাজি করছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। তাঁদের নির্দেশনা পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সুনামগঞ্জ নৌযান মালবাহী পরিবহন শ্রমিক সমবায় সমিতির সভাপতি সফিজুল ইসলামের নেতৃত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন-সংগঠনের সহসভাপতি পঙ্কজ তালুকদার, ইলিয়াছ মিয়া, আশরাফুল ইসলাম, জিলানী তালুকদার, রতন পাল, কঙ্কণ বাবু প্রমুখ। 

জগন্নাথপুরে চিকিৎসা অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র: প্রকল্প স্থানান্তরে ক্ষোভ

সুনামগঞ্জে নিখোঁজের ২ দিন পর গৃহবধূর লাশ উদ্ধার

হাওরের ফসল রক্ষা: বাঁধের কাজে কচ্ছপগতি

কুশিয়ারায় গোসল করতে নেমে নারী নিখোঁজ

সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

সুনামগঞ্জে দুস্থদের কর্মসূচি: টাকায় ভিডব্লিউবির নাম বিক্রি

সুনামগঞ্জের তাহিরপুর: ৭ বছরেও জোড়া লাগেনি সেতু

সুনামগঞ্জ-সিলেট সড়কে বাস খাদে, মা-মেয়ে নিহত

যাদুকাটায় বালু লুটের মহোৎসব